হোম > সারা দেশ > খুলনা

বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্তদের পরিবারে হাহাকার

নওগাঁ প্রতিনিধি

২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দীদের মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

আজ রোববার বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে ‘বিডিআর কল্যাণ পরিষদ’ নওগাঁ জেলা শাখার ব্যানারে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাঁদের স্বজনেরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে নওগাঁ ও বগুড়া জেলার চাকরিচ্যুত বিডিআর ও তাঁদের পরিবার সদস্যরা অংশ নেয়। 

মানববন্ধনে বক্তব্য দেন বিডিআর সদস্য দুলাল হোসেন, কারাবন্দী বিডিআর সদস্য জাহঙ্গীরে স্ত্রী রেশমী বানু, কারাবন্দী বিডিআর সদস্যর সন্তান রেজোয়ান, মৃত বিডিআর সদস্যর সন্তান মোহায়মেনুল হক, চাকরিচ্যুত নায়েক সুবেদার সামাদ শাহানা, বগুড়া জেলার জিয়াউল হকসহ অন্যরা। 

এ সময় ৯ দফা দাবি দিয়ে বক্তারা বলেন, পিলখানার হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। যেখানে মূল ঘটনা আড়াল করতে হাজার হাজার নিরপরাধ বিডিআর সদস্যদের জেল দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। এমনকি অনেককে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

তাঁরা আরও বলেন, হাসিনা সরকারের পতনের পর এখন কথা বলার স্বাধীনতা এসেছে। তাই অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জেল বন্দীদের মুক্তি এবং যাঁদের বয়সসীমা আছে, তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। 

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা নিজেদের নির্দোষ দাবি করে বলেন, চক্রান্ত করে বিডিআর বিদ্রোহের নাটক সাজানো হয়। সেনাকর্তাদের নির্মমভাবে হত্যার পর সৈনিকদের চাকরিচ্যুত ও সাজা দিয়ে লোক দেখানো তদন্তের নামে ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে। এখন চাকরিচ্যুতির বিডিআর সদস্যরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। 

কারাবন্দী বিডিআর সদস্যর সন্তান রেজোয়ান হোসেন বলে, ‘আমি মাতৃগর্ভে থাকা অবস্থায় বাবাকে গ্রেপ্তার করা হয়। গত ১৬ বছর আমি আমার বাবার আদর–স্নেহ পায়নি। দোষী না হয়েও যারা জেলবন্দী, সকলের মুক্তি দাবি জানাচ্ছি।’ 

চাকরিচ্যুত আরেক বিডিআর সদস্যর মেয়ে সানজিদা বলেন, ‘অপরাধ না করেও আমার বাবাকে চাকরিচ্যুত করা হয়েছে। পুনরায় বাবার চাকরি ফেরত দেওয়ার অনুরোধ করছি। বাবাকে চাকরিচ্যুতির পর থেকে আমরা মানবেতর জীবন যাপন করছি।’ 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে