বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুধরাজ খালে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ ৪ জেলেকে গ্রেপ্তার করেছে বনরক্ষীরা। আজ সোমবার সকালে তাঁদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত জেলেরা হলেন-পাথরঘাটার চরদুয়ানী গ্রামের জলিল (৪৫), সাইফুল (২১), মুছা (৩২) ও খুলনার রূপসা গ্রামের মুরাদ (৪০)।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে শরণখোলা স্মার্ট টিম-২ এর বনরক্ষীরা নিয়মিত টহলকালে সুন্দরবনের কচিখালী ও কটকা এলাকার দুধরাজ খালে মাছ ধরার সময় ট্রলারসহ ৪ জেলেকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের ট্রলারসহ কচিখালী ফরেস্ট টহল ফাঁড়িতে সোপর্দ করা হয়। এ সময় ট্রলারে জাল ও গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শহীদুল ইসলাম বলেন, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় ৩ মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে গ্রেপ্তারকৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাঁদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।