হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকার, আটক ৩ জেলে কারাগারে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ শিকারের অভিযোগে দায়ের করা মামলায় তিন জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বাগেরহাট জেলা আদালতের মাধ্যমে তাদের করাগারে পাঠানো হয়। 

এর আগে সোমবার রাতে সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ি সংলগ্ন খুন্তাকোদাল খাল থেকে তাদের আটক করে বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে একটি কীটনাশকের বোতল, কীটনাশক মিশ্রিত ১০ কেজি চিংড়ি মাছ, এক হাজার ৫০০ ফুট ঘন চট জাল ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়। 

আটক জেলেরা হলেন-বাগেরহাটের রামপাল উপজেলার মালিডাংগা গ্রামের আমিনুদ্দিন শেখের ছেলে মো. শহিদ আলী শেখ (৫০), একই এলাকার মো. রহমান ইজারদারের ছেলে মো. মেরাজুল ইজারদার (২৩) ও ওজরপুর গ্রামের মো. জাকির শেখের ছেলে মো. আ. রহিম শেখ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালীন সময় খুন্তাকোদাল খাল থেকে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আজ সকালে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

উল্লেখ্য, গত ৮ এপ্রিল পূর্ব সুন্দরবনে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নম্বর খাল এলাকা থেকে আরও তিন জেলেকে আটক করে জেলে পাঠানো হয়। তারাও কীটনাশক দিয়ে মাছ শিকার করছিল বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক