হোম > সারা দেশ > ঝিনাইদহ

কোটচাঁদপুরে বাস-ভ্যান সংঘর্ষে চালকের মৃত্যু

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

কোটচাঁদপুরে দুর্ঘটনার পর ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চৈতন্য পাল (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের এলাঙ্গী মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চৈতন্য পাল উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত কার্তিক পালের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চৈতন্য পাল (৪০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ফাজিলপুর গ্রামের মৃত কার্তিক পালের ছেলে। আজ রোববার সকাল আটটার দিকে কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কের এলাঙ্গী মাঠসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন ইন্দ্র পাল বলেন, কালীগঞ্জের পাতিবিলা গ্রাম থেকে কলা বোঝাই করে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী শাপলা পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-১১-১১১৭) ভ্যানটিকে ধাক্কা দেয়। তাতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হন চৈতন্য। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভ্যানচালক চৈতন্য পালের বাবা মারা গেছেন আগেই, মা অসুস্থ। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তাঁর পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সন্তোষ আজকের পত্রিকাকে বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ