হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে নির্মাণাধীন ড্রেনের দেয়াল ধসে পড়ে নিহত ১ 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে নির্মাণাধীন ড্রেনের দেয়াল ধসে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের বাদঘাটা এলাকায় দেয়াল ধসে পড়ার ঘটনা ঘটে। এ সময় আরও এক শ্রমিক আহত হন। 

নিহত শ্রমিক মোমিন মল্লিক (৫০) উপজেলার গৌরিপুর গ্রামের মৃত রজব মল্লিকের ছেলে। আহত মোশারফ মল্লিক (২৭) একই গ্রামের মৃত মোরশেদ মল্লিকের ছেলে। 

নিহতের ভাইয়ের ছেলে মাসদ রানা মুন্না জানান, আজ বৃহস্পতিবার সকাল থেকে কিছু শ্রমিক উপজেলা সদরের বাদঘাটা এলাকায় সড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ করছিলেন। হঠাৎ নির্মাণাধীন ড্রেনের পাশে থাকা দেয়াল ধসে পড়লে তাঁরা দুজন চাপা পড়েন। 

এ সময় অন্যান্য শ্রমিকেরা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে দুপুর ১টার হলে তাঁর চাচা মারা যান। 

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান, ওই ব্যক্তি মাথা ও বুকে মারাত্মকভাবে আঘাত পেয়েছিলেন। এ ছাড়া তাঁর মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মৃতদেহ সাতক্ষীরা থেকে আনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক