হোম > সারা দেশ > খুলনা

হাসপাতালে সন্তানদের মারছিলেন অন্য রোগীর স্বজনেরা, মায়ের মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

হাসপাতালে মারামারির দৃশ্য দেখে খুলনায় খুকুমনি বেগম (৭৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের আলী সানার স্ত্রী।

মৃতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে পেটে ব্যথা ও হাই ডায়াবেটিস রোগ নিয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন খুকুমনি বেগম। সেখানে আগে থেকে ভর্তি ছিলেন উপজেলার আলমতলা গ্রামের মকছেদ মালী। তাঁরা দুজনেই হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছিলেন।

দুপুরের দিকে খুকুমনি বেগম বাথরুমে যান। সেখান থেকে ফেরার পথে তাঁর পায়ে লেগে মকছেদ মালীর ফ্যানের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ নিয়ে উভয় লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার পরে মকছেদের স্বজনেরা খুকুমনির ছেলে হাফিজুল ইসলাম ও মেয়েকে বেধড়ক মারধর করেন। এ ঘটনা দেখে খুকুমনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান।

খুকুমনির ছেলে হাফিজুল ইসলাম বলেন, ‘আমাদের মারধরের ঘটনা আমার বৃদ্ধ মা সহ্য করতে পারেননি। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।’

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সঞ্জয় কুমার মণ্ডল জানান, খুকুমনি গুরুতর অসুস্থতা নিয়ে সকালে হাসপাতালে ভর্তি হন। দুই রোগীর স্বজনদের মারামারি দেখে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান।

পাইকগাছা-কয়রার ডি সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, তিনি খবর পেয়ে স্থানীয় থানা–পুলিশকে বিষয়টি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা