হোম > সারা দেশ > সাতক্ষীরা

পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পীসহ আহত ৩

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় এক ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় ও দুপুর ১২টার দিকে কুমিরা বাসস্ট্যান্ড ও কদমতলায় দুর্ঘটনা দুটি ঘটে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সংগীত পরিচালক কণ্ঠশিল্পী আবু আফসান রোজ বাবু ও প্রাইভেটকারচালক মোয়াজ্জেম হোসেন। আহত আরেকজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত তিনজনই সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পাটকেলঘাটা থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে একটি প্রাইভেটকারযোগে সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন রোজ বাবু। পথে কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় গেলে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে রোজবাবু ও চালক আহত হন।

এদিকে দুপুর ১২টার দিকে মহাসড়কের কুমিরা কদমতলায় খুলনাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের সংঘর্ষ হয়। তাতে প্রাইভেট কারের এক যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাত হোসেন বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত