হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে চেতনানাশক মেশানো পানি পানে ৫ শ্রমিক অসুস্থ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে চেতনানাশক মেশানো পানি পান করে পাঁচ শ্রমিক অসুস্থ হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার হরিনগর গ্রামের সাতক্ষীরা ফিশিং পার্কে এ ঘটনা ঘটে। পরে রাতে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

পাঁচ শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাশেদুল ইসলাম। তিনি বলেন, ‘জারের পানির নিচে সাদা পাউডারজাতীয় ওষুধের অস্তিত্ব মিলেছে। এটা চেতনানাশক হতে পারে। শ্রমিকদের অবস্থা স্থিতিশীল।’ 

অসুস্থ শ্রমিকেরা হলেন শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের ইয়াছিন (২২), পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কোমরপুরের বছির উদ্দীন (৪৫), খুলনার কয়রা উপজেলার বেদকাশি গ্রামের আবু ইছা (৫৫) ও ইউসুফ হোসেন (৪৬) এবং খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের সফিকুল ইসলাম মিস্ত্রি (৫২)। 

সাতক্ষীরা ফিশিং পার্কের সহকারী ম্যানেজার আব্দুল কাদের জানান, গতকাল সোমবার দুপুরের দিকে সফিকুল নিজের কক্ষে থাকা জারের পানি পানের পর অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে থাকেন। তাঁকে দেখতে গিয়ে না জেনে আরও চার শ্রমিক একই জারের পানি পান করেন। 

জারের পানি পান করায় ওই চার শ্রমিক অসুস্থ বোধ করার পাশাপাশি প্রচণ্ড বমি করতে থাকেন। একপর্যায়ে গতকাল রাত সাড়ে ৯টার দিকে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় বলে জানান আব্দুল কাদের। তিনি বলেন, ‘ফিশিং পার্কের মাছ লুটের পরিকল্পনায় কেউ হয়তো এসব শ্রমিকের খাওয়ার পানির সঙ্গে কৌশলে চেতনানাশক মিশিয়েছে।’ 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এ বিষয়ে পুলিশকে কেউ অভিযোগ দেয়নি।’

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক