হোম > সারা দেশ > মাগুরা

৫ বছর ধরে গাছে বাস করছেন লিয়াকত আলী

শালিখা (মাগুরা) প্রতিনিধি

পাঁচ বছর ধরে গাছের ডালে বাসা বানিয়ে বসবাস করে আসছেন এক ব্যক্তি ৷ ঘটনাটি মাগুরার শালিখা উপজেলার যশোর-মাগুরা সড়কের ছয়ঘরিয়া এলাকায় ৷ গাছের ওপর পাখির বাসার মতো ডালপালা কাঠখুঁটি, বাঁশ দিয়ে বাসা বানিয়ে, গাছেই চলছে লিয়াকত আলীর সংসারজীবন ৷ লিয়াকত আলী একজন মানসিক প্রতিবন্ধী।

সরেজমিনে দেখা গেছে মানসিক প্রতিবন্ধী লিয়াকত আলী গাছের ঢালপালা, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করেছেন নিজের থাকার জায়গা ৷ গাছের ডালপালা বিক্রি ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে নারকেল ও তুলা পেড়ে দিয়ে যা কিছু টাকা পান, তা দিয়ে চলে তাঁর সংসার ৷ 

স্থানীয় বাসিন্দা আবদুল মালেক বলেন, লিয়াকত আলী যখন সুস্থ ছিলেন, তখন ঢাকায় রডের ফ্যাক্টরিতে কাজ করতেন ৷ হঠাৎ করে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ৷

স্থানীয় লোকজন জানান, তাঁর বউ, ছেলেমেয়ে বলতে দুনিয়াতে কেউ নেই ৷ গাছেই তাঁর বাড়ি, গাছেই তাঁর সংসার  গাছে তিনটি বাসা বানিয়েছেন তিনি ৷ রোদ, বৃষ্টি ও ঝড় যা-ই হোক না কেন লিয়াকত আলী তাঁর গাছে বানানো বাসাতেই থাকেন৷ 

লিয়াকত আলীর কয়টা বাড়ি আছে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাড়ি কয়টা তা ঠিক নেই ৷ অনেকগুলো বাড়ি আছে আমার ৷ এর মধ্যে আমি তিনটি বাড়িতে থাকি ৷ আমি মানুষের মধ্যে বসবাস করি না৷’

কেন মানুষের মধ্য বসবাস করেন না, জানতে চাইলে লিয়াকত বলেন, ‘মানুষের মধ্যে গেলে রোগ হয়৷’ কী খাবার খেয়ে বেঁচে আছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মুড়ি, চিড়া, আর হোটেলে খাই৷’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার