হোম > সারা দেশ > ঝিনাইদহ

এক খেজুরগাছের ২২ মাথা!

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

একটি খেজুরগাছের ২২ মাথা। ঝিনাইদহের কোটচাঁদপুরের পল্লিতে এমনই এক গাছের সন্ধান মিলেছে।

কোটচাঁদপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে বহরমপুর গ্রামের অবস্থান। গ্রামটির পাশ দিয়ে চলে গেছে ‘আমেরিকান’ সড়ক। সড়কের পাশের মাঠে জন্মেছে অস্বাভাবিক সেই ২২ মাথার খেজুরগাছ।

গাছটির খবর এখন এলাকা ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। অনেকেই গাছটি একনজর দেখতে ছুটে আসেন কোটচাঁদপুরের ওই গ্রামে। 

গাছটির মালিক ওই গ্রামের সলেমান মুন্সি। তিনি বলেন, ‘খেজুরগাছটি আমার বাবা আবু তালেব মুন্সি লাগিয়েছিলেন। পাশে আরও খেজুরগাছ ছিল। এসব খেজুরগাছ থেকে রস সংগ্রহ করা হতো। অন্য গাছগুলো কেটে ফেলা হয়েছে। তবে অস্বাভাবিক এই গাছটি রেখে দেওয়া হয়েছে।’ 

সলেমান মুন্সি আরও বলেন, ‘গাছটির বয়স প্রায় ৩০ বছর। গাছটি এখন এলাকার মানুষের বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে।’ 

উপজেলার বহরমপুর গ্রামের কৃষক জুয়েল জানান, গাছটিতে অতিরিক্ত সাপ থাকত। এ কারণে গাছটি থেকে রস সংগ্রহ করা হতো না। সাপের ভয়ে গাছ থেকে খেজুর পাড়া হতো না।

ওই গ্রামে ঢাকা থেকে বেড়াতে আসা শিপন বলেন, ‘এটি একটি বিরল গাছ। ব্যতিক্রমী নিদর্শন। এই গ্রামে এলে একবার হলেও গাছটি দেখতে যাই। দেশের বিভিন্ন এলাকা থেকে অনেকে গাছটি দেখতে আসেন।’

শিপন আরও বলেন, ‘খেজুরগাছটি দেখে মনে হয়, কোনো শিল্পী বুঝি নিপুণ হাতে গাছে মাথাগুলো বসিয়ে দিয়েছেন। অবাক করার বিষয়, গাছটির মূলের চেয়ে ২২ গুণ মাথা নিয়ে আকাশের দিকে চেয়ে আছে। প্রকৃতির এক বিচিত্র সৃষ্টি।’

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মহসীন আলী বলেন, এটি হরমোনজনিত কারণে হয়ে থাকে। একবীজপত্রী উদ্ভিদে একাধিক শাখা-প্রশাখা হতে পারে। এ ক্ষেত্রে সেটিই ঘটেছে। তবে এ ধরনের ঘটনা খুবই কম দেখা যায়।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার