ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার বুরাপাড়ায় বজ্রপাতে সুজন মীর নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত কৃষক কুবিরখালী গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।
উপজেলার বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক বদর উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বুরাপাড়া নিজ জমিতে ধান কাটছিলেন কৃষক সুজন মীর (৩০)। তখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘পরে মাঠে আসা অন্য কৃষকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা এসে মৃতদেহ বাড়িতে নিয়ে যান।’