হোম > সারা দেশ > সাতক্ষীরা

৯০ টন সুস্বাদু হিমসাগর আম ইউরোপে রপ্তানি শুরু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

আগামীকাল বৃহস্পতিবার থেকে ইউরোপের দেশগুলোতে আনুষ্ঠানিকভাবে রপ্তানি শুরু হবে সাতক্ষীরা কলারোয়ার মৌসুমি আম হিমসাগর। আজ বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৮ নম্বর কেরেলকাতা ইউনিয়ন ইলিশপুর গ্রামের আম চাষি কবিরুল ইসলাম ডবলুর আম বাগান থেকে নিজ হাতে বিষমুক্ত হিমসাগর আম পেড়ে বায়ার কোম্পানির মাধ্যমে ইউরোপে রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির। 

কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, ‘এ বছর কলারোয়া উপজেলা থেকে ৯০ টন আম রপ্তানি করা হবে। পরে গোবিন্দভোগ, ল্যাংড়া ও আম্রপালি আম ভাঙার নির্দিষ্ট সময়ের পড়ে বিক্রি করা হবে।’

কর্মকর্তা আরও বলেন, ‘উপজেলার ৬২৫ হেক্টর জমিতে প্রায় ২৪৮ জনের মতো চাষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ও পরামর্শে বিষমুক্ত আম চাষ করেছেন। এ উপজেলার চাষিরা অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে আম উৎপাদন করে ফরমালিন ছাড়াই বাজারজাত করে। যে কারণে প্রতিবছর দেশের গণ্ডি পেড়িয়ে ইউরোপ ও এশিয়া মহাদেশে ন্যায্য মূল্যে আম বিক্রি করে চাষিরা লাভবান হয়। গত বছর ৩ হাজার ২০০ টাকা প্রতি মণ দরে ৮৫ টন হিমসাগর আম উত্তরণ সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ব্যবস্থাপনায় ইউরোপে রপ্তানি করা হয়েছিল।

এ বছর আবহাওয়া অনুকূলে না থাকায় প্রতিটি বাগানের আমের মুকুল ৫০ শতাংশ ঝরে পড়েছে। এ ক্ষেত্রে আমের উৎপাদন হ্রাস পেয়েছে চাষিরাও অনেকটা ক্ষতির মুখে। চাষিরা ন্যায্যমূল্যে আম বিক্রি করতে পারলে ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। এ বছর হিমসাগর আম বিদেশে রপ্তানির জন্য ৩ হাজার ২০০ টাকা থেকে ৩ হাজার ৭০০ টাকা প্রতি মন দরে বায়ার কোম্পানির মাধ্যমে বিক্রি করতে পারবে।’ 

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক