হোম > সারা দেশ > খুলনা

খুলনায় নির্বাচন কমিশন অফিসে চুরি, আটক ২

খুলনা প্রতিনিধি

খুলনার দৌলতপুর নির্বাচন কমিশন অফিস থেকে তিনটি ল্যাপটপ ও ক্যামেরাসহ বিভিন্ন মালামাল চুরি গেছে। গত সোমবার দিবাগত রাতে নির্বাচন অফিসের জানালার গ্রিল কেটে এসব মালামাল নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও তিনটি ল্যাপটপ উদ্ধার করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খালিশপুর লিবার্টি স্ট্যান্ডের ঝরনার বাড়ির ভাড়াটিয়া মো. নয়ন খা (২০) ও নয়বাটি এলাকার সোহেল শেখ (২১)।

দৌলতপুর থানা নির্বাচন কর্মকর্তা এটি এম শামীম মাহমুদ জানান, গত সোমবার (০৬ মার্চ) দৌলতপুর থানা এলাকার নতুন রাস্তা মোড়ের নির্বাচন কমিশন অফিসে রাত পৌনে ৯টার দিকে তালা দিয়ে চলে যান। পরদিন মঙ্গলবার সকালে ফেরদৌস হাসান শাওন অফিসে এসে নিচের জানালার গ্রিল কাটা অবস্থায় দেখে তাঁকে খবর দেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। চোরেরা তিনটি ল্যাপটপ, ডিজিটাল স্বাক্ষর প্যাড, ক্যামেরা, রাউটার, পোর্টেবল হার্ডডিস্ক, মোবাইল, সিম নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ বুধবার সন্ধ্যা পর্যন্ত চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার ও তিনটি ল্যাপটপ উদ্ধার করেছে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ অভিযোগ পাওয়ার পরই অভিযান শুরু করে। ইতিমধ্যে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার ও তিনটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা