হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ৯ বস্তা সরকারি চাল জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

যৌথ বাহিনীর অভিযানে নয় বস্তা সরকারি চাল জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরগঞ্জ ঠাকুরপুরে যৌথবাহিনী অভিযানে খাদ্য অধিদপ্তরের ৯ বস্তা চাল জব্দ করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পাওয়ার টিলার এক চালকের বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় পাওয়ার টিলার চালক মুক্তার আলীকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি ঠাকুরপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা সামসুল ইসলাম জানান, অভিযানের আগে বেলা ২টার দিকে গ্রামের পচা নামের এক ভ্যানচালক নয় বস্তা চাল মুক্তারের বাড়িতে নামিয়ে দেয়। এ সময় চালের বস্তাগুলো নিয়ে গ্রামবাসীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। এর এক ঘণ্টার মধ্যেই সেনাবাহিনীর সদস্যরা তার বাড়িতে অভিযান চালিয়ে চালের বস্তাগুলো উদ্ধার করে।

মুক্তার আলী জানান, একই গ্রামের মৃত হারিস উদ্দীনের ছেলে ক্যারাম বোর্ড ব্যবসায়ী টিটন হোসেন দুপুরে পচার ভ্যানযোগে নয় বস্তা চাল তার বাড়িতে পাঠায়। দুপুরে তিনি বাড়িতে এসে স্ত্রী চুমকি খাতুনের কাছ থেকে এ ঘটনা জানতে পারেন।

জব্দ করা চালের বস্তা। ছবি: আজকের পত্রিকা

তিনি বলেন, ‘চালগুলোর বিষয়ে আমি কিছুই জানি না। টিটন হোসেন আমার দূর সম্পর্কের আত্মীয়। সে চালগুলো কোথায় পেয়েছে তাও আমার জানা নেই।’

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘বিকেলেই চালগুলো জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মুক্তার আলীকে হেফাজতে নেওয়া হয়েছে। আমরা আরও কিছু তথ্য হাতে পেয়েছি। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। পরবর্তীতে পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে