হোম > সারা দেশ > খুলনা

খুলনায় টানা বর্ষণে সড়কে জলাবদ্ধতা, ডুবেছে বাড়ি ও দোকানপাটের নিচতলা

খুলনা প্রতিনিধি

খুলনা নগরের সড়কে থই থই করছে বৃষ্টির পানি। ছবি: আজকের পত্রিকা

রাত থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে খুলনা মহানগরীর অধিকাংশ সড়ক ও অলিগলির রাস্তাঘাট। বৃষ্টিতে অলিগলিগুলো ছাড়াও প্রধান প্রধান সড়কগুলো পানিতে থই থই করছে। অধিকাংশ বাড়ি ও দোকানপাটের নিচতলা ডুবে গেছে।

গতকাল সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি আজ মঙ্গলবার থেমে থেমে চলছে। দুপুর পর্যন্ত বৃষ্টিতে অধিকাংশ সড়কে হাঁটুপানি জমেছে। সড়কগুলো ডুবে যাওয়ায় কোথাও কোথাও যানবাহন আটকা পড়েছে। ফলে যানজটে পড়তে হচ্ছে নগরবাসীকে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

খুলনা শহরের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মধ্যে রয়্যাল মোড়, বাইতিপাড়া, খানজাহান আলী সড়ক, শামসুর রাহমান রোড, আহসান আহমেদ রোড, বাস্তুহারা, চানমারী, লবণচরা, টুটপাড়া, মিস্ত্রিপাড়াসহ বেশ কিছু নিম্নাঞ্চল রয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে।

সাত রাস্তা মোড়ের বাসিন্দা মোল্লা হাসান আলী বলেন, বৃষ্টিতে ঘরে পানি ওঠার উপক্রম হয়েছে। এলাকায় সড়ক সংস্কার ও ড্রেনেজ উন্নয়নে কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে এলাকার বাসিন্দাদের। উন্নয়নকাজের কারণে সড়কের বিভিন্ন অংশ দীর্ঘ সময় ধরে সরু রাখা হচ্ছে, ফলে যান চলাচলে দেখা দিচ্ছে প্রতিবন্ধকতা। এতে বাড়ছে যানজট ও জনদুর্ভোগ। এরই মধ্যে যুক্ত হয়েছে বৃষ্টি আর জলাবদ্ধতা।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান বলেন, গতকাল দুপুর ১২টা থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত খুলনায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা এ বছরের সর্বোচ্চ বৃষ্টি।

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার