হোম > সারা দেশ > খুলনা

খুলনায় টানা বর্ষণে সড়কে জলাবদ্ধতা, ডুবেছে বাড়ি ও দোকানপাটের নিচতলা

খুলনা প্রতিনিধি

খুলনা নগরের সড়কে থই থই করছে বৃষ্টির পানি। ছবি: আজকের পত্রিকা

রাত থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে খুলনা মহানগরীর অধিকাংশ সড়ক ও অলিগলির রাস্তাঘাট। বৃষ্টিতে অলিগলিগুলো ছাড়াও প্রধান প্রধান সড়কগুলো পানিতে থই থই করছে। অধিকাংশ বাড়ি ও দোকানপাটের নিচতলা ডুবে গেছে।

গতকাল সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি আজ মঙ্গলবার থেমে থেমে চলছে। দুপুর পর্যন্ত বৃষ্টিতে অধিকাংশ সড়কে হাঁটুপানি জমেছে। সড়কগুলো ডুবে যাওয়ায় কোথাও কোথাও যানবাহন আটকা পড়েছে। ফলে যানজটে পড়তে হচ্ছে নগরবাসীকে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

খুলনা শহরের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মধ্যে রয়্যাল মোড়, বাইতিপাড়া, খানজাহান আলী সড়ক, শামসুর রাহমান রোড, আহসান আহমেদ রোড, বাস্তুহারা, চানমারী, লবণচরা, টুটপাড়া, মিস্ত্রিপাড়াসহ বেশ কিছু নিম্নাঞ্চল রয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে।

সাত রাস্তা মোড়ের বাসিন্দা মোল্লা হাসান আলী বলেন, বৃষ্টিতে ঘরে পানি ওঠার উপক্রম হয়েছে। এলাকায় সড়ক সংস্কার ও ড্রেনেজ উন্নয়নে কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে এলাকার বাসিন্দাদের। উন্নয়নকাজের কারণে সড়কের বিভিন্ন অংশ দীর্ঘ সময় ধরে সরু রাখা হচ্ছে, ফলে যান চলাচলে দেখা দিচ্ছে প্রতিবন্ধকতা। এতে বাড়ছে যানজট ও জনদুর্ভোগ। এরই মধ্যে যুক্ত হয়েছে বৃষ্টি আর জলাবদ্ধতা।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান বলেন, গতকাল দুপুর ১২টা থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত খুলনায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা এ বছরের সর্বোচ্চ বৃষ্টি।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা