হোম > সারা দেশ > সাতক্ষীরা

কুমিরা বাজার উচ্ছেদ, বিপাকে দুই শতাধিক ব্যবসায়ী

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরায় সরকারি জায়গায় করা বাজার উচ্ছেদের কারণে বিপাকে পড়েছেন দুই শতাধিক খুচরা ও পাইকারি ব্যবসায়ী। গত ১৭ ফেব্রুয়ারি সড়ক ও জনপথ বিভাগ সড়কের দুই ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এবং যানজট নিরসনের জন্য অভিযান পরিচালনা করে। 

জানা যায়, সড়কের দুই ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে ও যানজট নিরসনের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে কুমিরা বাজারের দুই শতাধিক ছোটবড় দোকানঘর উচ্ছেদ করা হয়। ফলে ব্যবসায়ীরা এখন বেকার, ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ। কাঁচাবাজার ব্যবসায়ীরা পাশের স্কুলের মাঠে বাজার বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। 

স্থানীয় পানচাষি গোপাল চন্দ্র বলেন, সাতক্ষীরার ঐতিহ্যবাহী পানহাট নামে পরিচিত কুমিরা। এখান থেকে দেশের বিভিন্ন জেলায় পান সরবরাহ করা হয়। এখানে বসে কাঁচাবাজার, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে বাজার করতে আসে শত শত ক্রেতাসাধারণ। বাজার উচ্ছেদের কারণে ব্যবসায়ী-ক্রেতাসাধারণ বিপাকে পড়েছেন। 

কুমিরার ক্ষুদ্র ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘সরকারি জায়গায় দীর্ঘদিন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছি। দোকানঘর উচ্ছেদ করে দেওয়ায় আমরা অসুবিধার মধ্যে পড়েছি।’

পাটকেলঘাটার কুমিরা বাজার কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি বলেন, সরকার এই বাজার থেকে প্রতিবছর ১২ লাখ টাকার রাজস্ব পায়। দোকানঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করায় ব্যবসায়ীরা এখন আর খাজনা দিতে চান না। তাঁদের নির্দিষ্ট জায়গায় বসার ব্যবস্থা করতে হবে। 

কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম বলেন, বাজারের ব্যবসায়ীদের নির্দিষ্ট জায়গা নির্ধারণের জন্য এরই মধ্যে স্থানীয় সংসদ সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। পার্শ্ববর্তী সরকারি জায়গায় ব্যবসায়ীদের বসার ব্যবস্থা করা হবে। 

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, সরকারের সিদ্ধান্তমতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে, যে কারণে ব্যবসায়ী ও ক্রেতাসাধারণ দারুণ বিপাকে পড়েছেন। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ব্যবসায়ীদের সুবিধার্থে বিকল্প জায়গা খোঁজা হচ্ছে। 

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ