হোম > সারা দেশ > সাতক্ষীরা

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বদলির শর্তে ঘুষ নেওয়ার অভিযোগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে দেলোয়ার হোসেন (৪২) নামের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার স্থানীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 

বদলির শর্তে ৪০ হাজার করে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন গোলাম রহমান ও জ্যোতি প্রকাশ মন্ডল নামের দুই সহকারী শিক্ষক। 

উপজেলার ১৮৯ নম্বর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম রহমান লিখিত অভিযোগে জানান, তাঁকে উপজেলা সদরের যেকোনো একটি প্রতিষ্ঠানে বদলির শর্তে দেলোয়ার ৪০ হাজার টাকা নেন। উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দেওয়ার শর্তে তাঁর থেকে টাকা নিলেও কিছুই করতে পারেনি। সম্প্রতি টাকা ফেরত চাইলে তাঁকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

২ নম্বর নাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জ্যোতি প্রকাশ জানান, টাকা ফেরত না দিয়ে এখন চাকরি খেয়ে ফেলার হুমকি দিচ্ছেন দেলোয়ার। শিক্ষক নেতা হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে টাকা নিলেও এখন শিক্ষা কর্মকর্তাদের ওপর দায় চাপাচ্ছে। বিষয়টি নিয়ে তাঁরা সংসদ সদস্য ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। 

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে জেলে কার্ড দেওয়ার নামে দুস্থ ও অসহায় পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এ ছাড়া বিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী প্রদর্শনসহ নিজে কর্মস্থলে অনুপস্থিত থেকে প্যারা শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদানের মতো অসংখ্য অভিযোগের তদন্ত চলছে। 

অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেন টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘প্রতিপক্ষ আমার বিরুদ্ধে উসকানি দিয়ে এমন অভিযোগ এনেছে।’

জেলে কার্ড দেওয়ার বিষয় নিয়ে তদন্ত চলছে দাবি করে, এসব বিষয়ে তিনি কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আমি কথা বলব।’ 

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার লিখিত অভিযোগ পেয়েছে। আগামী রোববার লিখিত অভিযোগটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দেওয়া হবে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি