হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় ট্রলি-ভ্যানের সংঘর্ষে দুই নারী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে রড বোঝাই ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রলি চালককে আটক করেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন একই ইউনিয়নের কবরবাড়িয়া গ্রামের মৃত কুমার মন্ডলের স্ত্রী ছবেলা (৬৮) ও নাসির মন্ডলের স্ত্রী মরিয়ম (৪৮)।

৫ নম্বর ওয়ার্ড সদস্য আবদার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সকালে কবরবাড়িয়া গ্রাম থেকে তিনজন ভ্যানে টিসিবির কার্ডের মালামাল সংগ্রহ করতে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এ সময় মশান বাজারে পৌঁছালে কুষ্টিয়া শহর থেকে আসা রড বোঝাই একটি ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ছবেলা ও মরিয়ম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। একজনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় দুই নারী মারা গেছেন। তাদের লাশ মর্গে রয়েছে।

ওসি মোমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রলির চালক কাজলকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক