হোম > সারা দেশ > খুলনা

ভৈরব নদে উদ্ধার হলো মানুষের ৫ কঙ্কাল 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় ভৈরব নদ খননকালে মানুষের পাঁচটি মাথার খুলি, পা, মেরুদণ্ডের হাড়, মাটির প্রদীপ, ছোট কলস, ভাঁড়, কলকি উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আন্দুলবাড়িয়া কাজী মসজিদের পেছনে ভৈরব নদ খননকারী দল প্রায় ৬ ফুট গভীর থেকে এসব উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, কঙ্কালগুলো মুক্তিযুদ্ধের সময়ের। 

খবর পেয়ে উদ্ধারকৃত মাথার খুলি, হাড় ও মাটির জিনিসপত্র দেখতে নদীপাড়ে ভিড় করে উৎসুক জনতা। 

উদ্ধারকৃত জিনিসগুলোর মধ্যে রয়েছে দুটি পুরুষের, একটি নারীর ও দুটি শিশুর মাথার খুলি, মানুষের শরীরের বিভিন্ন অংশের ২৪টি ছোট-বড় হাড়, মেরুদণ্ডের কয়েকটি অংশ, মাটির তৈরি পাঁচটি ছোট কলস, একটি ভাঁড়, একটি প্রদীপ, দুটি কলকি। উদ্ধারকৃত পুরুষের মাথার খুলিতে গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ৭১-এর স্বাধীনতাযুদ্ধে শত্রুপক্ষ এদের হত্যা করে পাঁচজনকে নদীতে পুঁতে রেখেছিল। 

আন্দুলবাড়িয়া ক্রীড়া সংস্থার প্রচার সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ এসব উদ্ধার করে নিজ হেফাজতে নিয়েছেন। 

আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার বলেন, ‘নদী খনন এলাকায় যেখান থেকে মানুষের খুলি উদ্ধার করা হয়েছে সেখানে কখনো শ্মশান ছিল না। এসব খুলি ও হাড় দেখে মনে হচ্ছে যুদ্ধ চলাকালীন শত্রুপক্ষের হাতে একই পরিবারের পাঁচ সদস্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারে।’ 

ঘটনার বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। অনেক আগের কয়েকটি কঙ্কাল উদ্ধার হয়েছে। অন্যান্য জিনিসপত্রও আছে। ওগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে অনেকেই ধারণা করছেন। বিস্তারিত নিরীক্ষণ করার পরই বলা যাবে। তবে আপাতত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’ 

এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত জানি না। খোঁজ-খবর নিচ্ছি। উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা