হোম > সারা দেশ > মাগুরা

মাগুরা মেডিকেল কলেজ একীভূত হচ্ছে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

মাগুরা প্রতিনিধি 

মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: আজকের পত্রিকা

মাগুরা মেডিকেল কলেজ অন্য কলেজের সঙ্গে একীভূত হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার সকালে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শন শেষে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস সচিব বলেন, ‘ছয়টি মেডিকেলের বিষয়ে সরকার আসলে সিদ্ধান্ত নিতে চাইছে খরচ কমানোর জন্য। কারণ, ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ শুধু গুম–খুন করেছে, লুটপাট করে বিদেশে অর্থ পাচার করেছে, তারা পালিয়ে যাওয়ার পর দেশকে ঋণী করে গেছে। আমরা সেখান থেকে ওঠার চেষ্টা করছি। খরচ কমাতে গিয়ে আমরা ভাবছি মেডিকেল কলেজগুলোকে কী করা যায়। এই অবস্থায় আমি মাগুরা মেডিকেল কলেজের বিষয় তুলে ধরেছি। রাজশাহী মেডিকেল কলেজের অধীনে যে কয়টি মেডিকেল কলেজ রয়েছে, তার মধ্যে তিনবার ফলাফলে মাগুরা মেডিকেল কলেজ প্রথম হয়েছে। এটা খুবই ভালো কথা। সব দিক দিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে মাগুরা মেডিকেল কলেজ আপাতত মার্জ (একীভূত) হচ্ছে না।’

মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেস সচিবের সঙ্গে দেখা করেন। মাগুরা মেডিকেল কলেজের ফলাফল ও অন্যান্য বিষয়ে তাঁকে অবহিত করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পরিদর্শনের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সচেতন লোকজন উপস্থিত ছিলেন।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা