হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ইলিয়াস পাটোয়ারী (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার তেঁতুলতলা এলাকার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ইলিয়াস পাটোয়ারী চাঁদপুর জেলার কচুয়া থানার নূরপুর গ্রামের মৃত সিদ্দিক পাটোয়ারী ছেলে। 

এ বিষয়ে স্কুলশিক্ষক সাইদুর রহমান বলেন, ‘লোকটা বেশ কয়েক মাস ধরে আমাদের স্কুলের আশপাশে ঘোরাঘুরি করত। কারও সঙ্গে তেমন একটা কথাবার্তা বলত না। আজ সকালে রক্তাক্ত অবস্থায় তাকে স্কুলের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।’

স্থানীয় চা-দোকানি ওহাব আলী বলেন, ‘এই ব্যক্তি অনেক দিন ধরেই বাজার এলাকায় ঘোরাঘুরি করত। বাজারের দোকানিরা যা দিত তা-ই খেতেন। আর রাত হলে স্কুলের বারান্দায় ঘুমাত।’ 

স্থানীয় যুবক মো. আল আমিন জানান, আমরা প্রতিদিন বিকেলে স্কুলের মাঠে খেলা করতাম। একদিন তিনি আমাকে ডেকে কিছু কাগজ দিয়ে বলেন, ‘এখানে আমার মেয়ের নম্বর আছে। তাকে একটু ফোন দেন কথা বলব।’ আমি সেই নম্বরে ফোন দিয়ে তাঁর মেয়ের সঙ্গে কথা বলিয়ে দিই। সে সময় ধারণা করেছি, পরিবারের সঙ্গে তাঁর কোনো ঝামেলা চলছে। যে কারণে তিনি পরিবার ছেড়ে বাইরে থাকেন।’ 

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শনে করেছি। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাঁদের আসতে বলেছি। তাঁরা যদি না আসেন, তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দাফন করা হবে।’

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি