হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খালেক মন্ডলের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আব্দুল খালেকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য ছিলেন। 

সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, সাতক্ষীরা আদালতে বেশ কয়েকটি মামলা থাকার কারণে কয়েক মাস আগে মাওলানা খালেক মণ্ডলকে সাতক্ষীরা কারাগারে আনা হয়। এখানে থাকা অবস্থায় গত ৭ জুলাই তার মস্তিস্কে রক্তক্ষরণ হয়। 
তখন তাকে সদর হাসপাতাল ও অবস্থার অবনতিতে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি অবস্থার আরও অবনতি হলে তাকে খুলনায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ বিকেলে তার মৃত্যু হয়। 

২০২২ সালের ২৪ মার্চ মানবতাবিরোধী অপরাধে সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডলকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় খালেক মন্ডল সাতক্ষীরায় রাজাকার বাহিনীর সংগঠক ছিলেন। 

মহান মুক্তিযুদ্ধের সময় পাঁচ ব্যক্তিকে গলা কেটে হত্যা ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর আসনের জামায়াতের সাবেক এমপি আব্দুল খালেক মন্ডলসহ ৯ জনের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা হয়। ২০০৯ সালের ২ জুলাই মামলাটি করেন সাতক্ষীরা সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের শহীদ রুস্তম আলী গাজীর ছেলে নজরুল ইসলাম গাজী। পরে মামলাটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। 

এরপর ২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিল নগর মহিলা মাদ্রাসা থেকে জামায়াত নেতা খালেক মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। 

পরে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি খালেক মন্ডল, রোকনুজ্জামান, আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ৩৩ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষ্য দিয়েছিলেন।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার