হোম > সারা দেশ > ঝিনাইদহ

কোটচাঁদপুরে ট্রাক্টরের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এক কৃষি কর্মকর্তার। আজ শুক্রবার সকালে কোটচাঁদপুর-ফুলবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ইটবোঝায় ট্রাক্টরটি জব্দ করেছে। তবে চালককে আটক করা যায়নি।  

নিহত কৃষি কর্মকর্তার নাম লতিফুর কবির (৫৫)। তিনি ঝিনাইদহের বাথপুকুরিয়া গ্রামের মৃত মেহের আলী শেখের ছেলে এবং উপজেলা কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এটি সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা। এ কারণে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে না। আমরা স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করব।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। 

উপজেলা কৃষি কর্মকর্তা মহাসিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘লতিফুর কবির অফিসের কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুরের ফুলবাড়ী পৌঁছালে পেছন দিক থেকে তাঁকে একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভির জামান প্রতীক আজকের পত্রিকাকে বলেন, ‘গাড়ির ধাক্কায় মাথায় আঘাত প্রাপ্ত হয়। এতে রক্তক্ষরণ হয়েছে মাথার ভেতরে। হয়তো ওই কারণে তাঁর মৃত্যু হয়েছে।’

এর আগে ৩ ফেব্রুয়ারি কোটচাঁদপুরের জালালপুর সড়কের গালিমপুর মোড়ে মাটিবোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় মাহমুদুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হন আরেকজন। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার