হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। ওই এলাকায় একটি মহিষ ও চারটি গরুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা ডেমা ইউনিয়নে পিসি ডেমা ও হেদায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন পিসি ডেমার মৃত্যু হক আমিনের ছেলে সাইদুর রহমান (২৭) এবং ডেমা ইউনিয়নের হেদায়েতপুর গ্রামের শেখ কাউসারের ছেলে সেলিম শেখ (৫৫)।

নিহত সাইদুর রহমানের খালাতো ভাই নাসির উদ্দীন বলেন, দুপুরে প্রচুর বৃষ্টি হচ্ছিল এ সময় গরু ও মহিষ নিয়ে মাঠ থেকে বাড়িতে ফিরছিলেন সাইদুর রহমান। এ সময় বজ্রপাতে সাইদুরের মৃত্যু হয় এবং তাঁর সঙ্গে থাকা উজ্জল গুরুতর আহত হন। এ সময় তিনটি গরু ও একটি মহিষের মৃত্যু হয়।

এদিকে হেদায়েতপুর গ্রামের মাঠে বৃষ্টির সময় গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সেলিম শেখের মৃত্যু হয়। তাঁর সঙ্গে থাকা গরুটিরও মৃত্যু হয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, বাগেরহাটের ডেমা ইউনিয়নে বজ্রপাতে সাইদুর রহমান ও সেলিম শেখ নামের দুজনের মৃত্যু হয়েছে এবং উজ্জল হাওলাদার নামে আরেকজন আহত হয়েছেন। আহতকে স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার