হোম > সারা দেশ > সাতক্ষীরা

পাটকেলঘাটার কৃষিমেলার নামে চলছে জুয়ার আসর

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার কুটিঘাটায় কৃষিমেলার নামে চলছে অশ্লীল নাচ ও জুয়ার আসর। নেই কৃষিমেলাসংশ্লিষ্ট কোনো স্টল বা পণ্য। যাত্রাপালা ও পুতুলনাচের মেয়েরা অশ্লীল নৃত্য পরিবেশন করছেন। প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত হাজারো জুয়াড়ির আনাগোনা চলছে এই কৃষিমেলায়।

জানা গেছে, তালা উপজেলার ধানদিয়া কুঠিঘাটা বাজারের অদূরে একটি মাঠের মধ্যে গত ১০ ফেব্রুয়ারি থেকে সাত দিনের জন্য কৃষিমেলার অনুমোদন দেয় প্রশাসন। কিন্তু কৃষিমেলার অনুমোদন নিয়ে একটি প্রভাবশালী মহল জুয়ার আসর বসিয়েছে। সঙ্গে রয়েছে অশ্লীল নাচগান। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেলার মাঠে তেমন কোনো দোকানপাট নেই। নেই কৃষিসংশ্লিষ্ট কোনো উপকরণ। মাঠের দুই ধারে দুটি জাদু প্রদর্শনী ও একটি যাত্রামঞ্চ রয়েছে। তবে যাত্রা বা জাদু কোনোটারই প্রদর্শনী চলে না। শুধুই চলে অশ্লীল নৃত্য। 

মেলার পেছনের বাগানে চলছে কয়েক ধরনের জুয়ার বোর্ড। জুয়ার আসরে টাকা খুইয়ে সর্বস্বান্ত হচ্ছে স্থানীয় যুবকেরা। অন্যদিকে এলাকায় চুরি-ছিনতাই বাড়ছে বলেও অভিযোগ এলাকাবাসীর। 

এ বিষয়ে মেলা পরিচালনা কমিটির সদস্য তুহিন হোসেন বলেন, ‘আমাদের মাঠ চালাতে দেন। আপনাদের ব্যবস্থা করব। সবাইকে টাকা দিয়ে ম্যানেজ করেই এই মেলা চালাচ্ছি।’ 

ধানদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘মেলায় অশ্লীলতা আর জুয়া খেলা ছাড়া জনকল্যাণের কোনো কিছুই নেই। বহিরাগত জুয়াড়িদের কারণে এলাকার আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। আমি জেলা প্রশাসকের কাছে মেলাটি বন্ধের আবেদন করেছি।’ 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘মেলায় এরকম হওয়ার কথা নয়। তবে অভিযোগ পেয়েছি। সরেজমিনে দেখে ব্যবস্থা নেব।’ 

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক