হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক রিয়াজ হোসেন (২০) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কুসুমপুর বিওপির পিপুলবাড়িয়া সীমান্তে গুলিতে তিনি আহত হন। আহত রিয়াজ উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

রিয়াজের চাচাতো ভাই সুমন বলেন, গতকাল রাতে রিয়াজ তাঁদের ধানের জমিতে আটকে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য সীমান্তের খালের ধারের মাঠে যান। সে সময় বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন রিয়াজ হোসেন।

এলাকার মানুষ গুলির শব্দ শুনে মাঠে ছুটে যান এবং দেখতে পান রিয়াজ হোসেন গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যান। ওখানে তাঁর অবস্থা গুরুতর হলে ঢাকায় পাঠানো হয়।

এ ব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন হোসেন বলেন, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ বের করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। যশোরে প্রয়োজনীয় সুবিধা না থাকায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘গুলিবিদ্ধ হয়েছে এমন কোনো খবর আমাদের কাছে নেই।’

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। ওই যুবক গুলিতে আহত হয়েছেন। স্বজনেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন।’

খুলনার বটিয়াঘাটা: পাউবোর জমি দখলে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী