হোম > সারা দেশ > খুলনা

খুলনায় কসাইয়ের চাপাতির আঘাতে আরেক কসাই নিহত

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার রূপসায় চাপাতির আঘাতে আরিফ (২৩) নামের এক মাংস ব্যবসায়ী (কসাই) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার সেনের বাজারে এ ঘটনা ঘটে। মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আরেক কসাইয়ের চাপাতির আঘাতে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, খুলনা সদর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে কসাই আরিফ গতকাল শুক্রবার সন্ধ্যায় রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় রুবেলের মাংসের দোকানে যান। রুবেল কসাইয়ের কাছে আরিফ দীর্ঘদিন ধরে মাংস বিক্রি করে আসছিলেন। সেই সূত্রে রুবেলের কাছে ২ লাখ ৫০ হাজার টাকা পান তিনি। ওই টাকা চাইলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, একপর্যায়ে আরিফকে দুই ভাই জুয়েল ও রুবেল ধারালো চাপাতি দিয়ে মাথায় আঘাত করেন। স্থানীয়রা আরিফকে উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতালে এবং পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যান।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে শাহীনসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে