শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে রুপা (৩২) নামের এক নারী মারা গেছেন। এ সময় পাশে থাকা তাঁর স্বামী গোলাম নবী (৩৭) আহত হন। আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কুলচাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মিনু বেগম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, স্বামী গোলাম নবী ও তাঁর স্ত্রী রুপা সকালে বেগুন খেতে বেগুন তুলতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে স্ত্রী ঘটনাস্থলেই মারা যান এবং স্বামী গোলাম নবী আহত হন।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, কুলচাড়া গ্রামে বজ্রপাতে স্ত্রী নিহত ও স্বামী আহত হয়েছে বলে শুনেছেন তিনি।