হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন আহত, সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতেরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আজ রোববার বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এমন অভিযোগ করেন আহত শিক্ষার্থী ও তাঁদের সতীর্থরা। 

আহতরা হলেন—এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিব রাদ, বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী ঋত্বিক রায়হান, পিসি কলেজের শিক্ষার্থী মো. ফারদিন। 

আহত শিক্ষার্থী ঋত্বিক রায়হান বলেন, ‘গত ৯ আগস্ট বিকেলে বাগেরহাট শহরের পৌর পার্কে তানজিব রাত, সাদমান ইসরাক রাইয়ান, মো. ফারদিনসহ আমরা বেশ কজন বসে ছিলাম। এ সময় বাসাবাটি এলাকার তিন-চারজন বখাটে আমাদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে। একপর্যায়ে তারা কজন শিক্ষার্থীদের ওপর হামলা করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’ 

ঋত্বিক রায়হান আরও বলেন, ‘ওই বখাটেরা সেখান থেকে চলে গিয়ে কিছুক্ষণ পরেই দেশি অস্ত্র, লোহার রডসহ ১০-১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ শিক্ষার্থীদের মারধর ও কুপিয়ে আহত করে। হামলায় থাকা সন্ত্রাসীদের মধ্যে বাসাবাটি এলাকার বাবু, রনি, রাকিব, শামীম, জুয়েল, সজীব ওরফে গ্যাস সজীব, সজীব ওরফে কালা সজীবকে আহত শিক্ষার্থীরা চিনতে পেরেছেন। হামলাকারীরা এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমরা এই ন্যক্কারজনক হামলার বিচার চাই।’

সংবাদ সম্মেলনে, আহত শিক্ষার্থী ছাড়াও খান আল মামুন, রেজওয়ান শরিফ রাজু, খানমাহাদী বিল্লাহসহ বিভিন্ন কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার