হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ছাত্রদলের সাবেক নেতাসহ গ্রেপ্তার ৫, অস্ত্র-মাদক জব্দ

খুলনা প্রতিনিধি

খুলনা নগরীর শিপইয়ার্ড ও চানমারি এলাকা থেকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার আসামিরা। ছবি: সংগৃহীত

খুলনা নগরীর শিপইয়ার্ড ও চানমারি এলাকার তিনটি বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রদলের সাবেক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। এ সময় একটি বিদেশি রিভলবার, গুলি ও ২৭০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ ঘটনায় খুলনা সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা সদর থানার শিপইয়ার্ড এলাকার মো. রাজু আহমেদ, জুনায়েদ হোসেন মুন্না, চানমারি মাস্টারপাড়া এলাকার মিরাজ, নীরব ইসলাম জিয়া ও বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দার শামীম হোসেন। তাঁদের মধ্যে রাজু আহমেদ খুলনা সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে।

জানতে চাইলে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা জানান, রাজু আগে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত নেই। তাঁর কোনো পদ-পদবিও নেই। তিনি দলের কেউ নন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে বলেন, রাতে বিদেশি পিস্তল, গুলি, মাদকদ্রব্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযানে আরও বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে তথ্য যাচাই-বাছাই শেষে অনেককে ছেড়ে দেওয়া হয়।

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১