হোম > সারা দেশ > সাতক্ষীরা

যশোরেশ্বরী কালীমন্দিরের মুকুট চুরি, সেবায়েতসহ আটক ৪

সাতক্ষীরা প্রতিনিধি

শ্রীশ্রী যশোরেশ্বরী কালীমন্দির থেকে মা কালীর মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় দায়ের করা মামলায় মন্দিরের সেবায়েত রেখা সরকারসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 

আজ শনিবার সন্ধ্যায় জেলার শ্যামনগরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাতে মন্দিরের আরেক সেবায়েত জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেন। মামলা নম্বর ১২।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরীপুর গ্রামের ছেদাম সরকারের স্ত্রী সেবায়েত রেখা সরকার (৪৫), একই গ্রামের অখিল চন্দ্র সাহার ছেলে অপূর্ব কুমার সাহা (৪৬), মৃত গোকুল চন্দ্র সাহার ছেলে সঞ্জয় বিশ্বাস ও শ্রীফলাকাটি এলাকার হরেণ বিশ্বাসের স্ত্রী পারুল বিশ্বাস।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের এসআই আহমেদ কবির জানান, সন্দেহভাজন আসামি হিসেবে সেবায়েত রেখা সরকারসহ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন অন্যদের আটকের চেষ্টা চলছে। 

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, গতকাল রাতে মামলা দায়েরের পর বিষয়টি ডিবি তদন্ত করছে। ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখতে পাওয়া যুবককে শনাক্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শনে এসে সোনার মুকুট পরিয়ে দিয়েছিলেন। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে মুকুটটি চুরি হয়। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক যুবককে মুকুটটি চুরি করে নিয়ে যেতে দেখা যায়।

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’