হোম > সারা দেশ > বাগেরহাট

শরণখোলার লোকালয়ে আবারও বাঘ, আতঙ্কে স্থানীয়রা

বাগেরহাট প্রতিনিধি

শরণখোলার লোকালয়ে আবারও বাঘ আতঙ্কে মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সুন্দরবন থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার উপজেলার খেজুরবাড়ীয়া গ্রামে চলে আসে। এ বিষয়ে মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয়।

শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদের খেজুরবাড়ীয়া ওয়ার্ড মেম্বার আবুল হোসেন খান বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমি ও আমার ছেলে শাহিন খেজুরবাড়ীয়া গ্রামে আমাদের মাছের খামার পাহারার জন্য গেলে খামারের পাশে টর্চ লাইটের আলোয় খোলা মাঠে একটি বাঘকে শুয়ে থাকতে দেখি। পরে আমরা ডাক ও চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে। এ সময় বাঘটি পাশেই একটি ছোট নালা খাল লাফিয়ে সুন্দরবনের দিকে দৌড়ে যায়।’ ঘটনাস্থল থেকে সুন্দরবনের দূরত্ব দুই কিলোমিটারেরও বেশি বলে ওই মেম্বার জানান। 

খেজুরবাড়ীয়া গ্রামের এনামুল হক খান বাঘ আতঙ্কে নির্ঘুম রাত কাটানোর কথা জানিয়ে বলেন, পরে এলাকার মসজিদগুলো থেকে গ্রামে বাঘ ঢোকার খবর মাইকিং করে জানিয়ে মানুষজনকে সাবধানে থাকতে বলা হয়েছে। 

ধানসাগর এলাকার গ্রাম পুলিশ তোফাজ্জেল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে বাঘটি পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের টগড়াবাড়ী এলাকার বন থেকে লোকালয়ে প্রবেশ করে থাকতে পারে। 

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশন কর্মকর্তা আব্দুস সবুর বলেন, ‘খবর পেয়ে শুক্রবার সকালে বনরক্ষী, সিপিজি ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের কাছ থেকে বাঘ আসার খবর পেয়ে তাদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে বনরক্ষীরা বাঘটির গতিবিধি লক্ষ্য রাখতে এলাকায় তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন।’ 

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত