হোম > সারা দেশ > ঝিনাইদহ

শৈলকুপায় সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

তিন বছরের শিশু সন্তানকে বিষপান করান পর ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে হত্যা করেন মা। এরপর একই রশিতে মা মিম খাতুন (২২) আত্মহত্যার চেষ্টার করেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

টের পেয়ে প্রতিবেশীরা মা শিশুকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক শিশু ইমাম মাহদিকে মৃত ঘোষণা করেন। দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে কার্বলিক অ্যাসিড ও ফাঁস দেওয়া ঝুলন্ত কাপড় আলামত হিসেবে উদ্ধার করে পুলিশ। 

আহত মিম খাতুন শেখপাড়া গ্রামের সজিব বিশ্বাসের স্ত্রী।

প্রতিবেশী মুন্নি খাতুন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সজিব হোসেনের ঘরে জানালা দরজা সব বন্ধ অবস্থায় উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজতে থাকে। এমন সময় শেখপাড়া বাজার থেকে সজিব হোসেন বাড়ি ফিরে স্ত্রী মিম ও সন্তান মাহদিকে ডাকতে থাকে। কিন্তু তারা কোনো সারা শব্দ দেয় না। পরে ভেতর থেকে সজিবের স্ত্রী মিম বলতে থাকে সব শেষ। তার দরজা খোলার শক্তি নাই। পরে স্থানীয়রা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মা ও সন্তানকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ইমাম মাহদিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে মিম খাতুন ওই গৃহবধূ তাঁর তিন বছরের সন্তানকে কার্বলিক অ্যাসিড পান করিয়ে ও ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে হত্যার পর একই রশিতে মাও আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে অ্যাসিডের বোতল ও ঝুলন্ত কাপড় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।’

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত