খুলনা প্রতিনিধি
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার রাত ১০টার দিকে নগরীর নিরালা কাঁচাবাজারের পাশে ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দারা ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত ওই যুবক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে।
জানতে চাইলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।