হোম > সারা দেশ > খুলনা

চড়া ও ভৈরবে ভাসছিল দুই লাশ

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার চড়া নদী এবং ভৈরব নদ থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে দাকোপে চড়া নদীতে ভাসমান অবস্থায় প্রথম লাশটি পাওয়া যায়। বিকেলে নগরীর মিরেরডাঙ্গা এজাক্স জুট মিল-সংলগ্ন ভৈরব নদে দ্বিতীয় লাশটি পাওয়া যায়।

দাকোপ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখর মণ্ডল চড়া নদীতে লাশ পাওয়ার কথা জানান। তিনি বলেন, চড়া নদীতে গোবিন্দ মণ্ডল (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গোবিন্দ দাকোপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অনন্ত মণ্ডলের ছেলে। আজ বেলা ১১টার দিকে ওয়ার্ডের মধ্য দাকোপ মদিয়াচক সিটি বুনিয়া সর্বজনীন শ্মশানঘাট-সংলগ্ন চড়া নদীর তীরে স্থানীয় লোকজন লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মৃত গোবিন্দ মণ্ডলের পরনে জিনসের প্যান্ট ছিল। তাঁর দুই হাত লাল রঙের গামছা দিয়ে সামনের দিকে বাঁধা ছিল। এ ছাড়া তাঁর মুখ ও শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

এ বিষয়ে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

একই দিনে বিকেল ৪টার দিকে ভৈরব নদে একটি অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। তাঁর বয়স আনুমানিক ৩৮ বছর। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। খানজাহান আলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জিত কুমার ঘোষ জানান, উদ্ধার হওয়া লাশটির পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার