বাগেরহাটের মোরেলগঞ্জে অনুমোদন ছাড়া গবাদি পশুর ভেজাল ওষুধ তৈরি ও বিক্রি করায় এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁর নাম মো. ফজলুর রহমান। আজ বুধবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুলাহ আল ইমরান।
দণ্ডপ্রাপ্ত মো. ফজলুর রহমান মোরেলগঞ্জ উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
যানে অনুমোদনহীন ওষুধ ও ওষুধ তৈরির উপকরণ ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয়।