হোম > সারা দেশ > খুলনা

খুলনায় পিস্তল–ম্যাগজিনসহ ২ জন আটক

খুলনা প্রতিনিধি

খুলনার রূপসায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল–ওয়ান শুটার গানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। গতকাল বুধবার উপজেলার খেজুরতলা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটক আসিফ মাহমুদ (২৯) ও তার সহযোগী শেখ মাহমুদ হাসান (৩৮) রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের বাসিন্দা। 

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে মুসফিক উস সালেহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তারা জানতে পারেন, রূপসার খেজুরতলা ঘাট সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ একটি দল সন্ত্রাসী কার্যক্রমের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় কোস্ট গার্ড সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযানে আসিফ মাহমুদ ও তার সহযোগী শেখ মাহমুদ হাসান নামে দুজনকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা একটি বিদেশি নাইন এমএম পিস্তল এবং দুটি ফাঁকা ম্যাগজিন জব্দ করা হয়। 

পরে তাদের তথ্যের ভিত্তিতে রূপসা থানা-পুলিশের সঙ্গে একাধিক আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করে আরও দুটি ওয়ান শুটার গান, তিনটি দেশীয় তাজা হাত বোমা ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটক দুজনকে অস্ত্রসহ রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ