হোম > সারা দেশ > খুলনা

মোরেলগঞ্জে মধ্যরাতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, সৎমা আটক

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে সিফাত খান নামের আড়াই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পুটিখালী গ্রামের রুস্তম খানের সুপারি বাগানের নালা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার রাত ৪টার দিকে ওই শিশুকে খুঁজে পাচ্ছিল না তার পরিবারের লোকজন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর সৎমা সাজেদা বেগমকে আটক করেছে মোরেলগঞ্জ থানা-পুলিশ। শিশুটি পুটিখালী গ্রামের আসাদ খানের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে শিশু সিফাত খানের মা লাভলী বেগমকে নিয়ে পাশের বিলে মাছ ধরতে যান আসাদ খান। ভোর ৪টার দিকে বাড়ি ফিরে সিফাত ও সিফাতের সৎমাকে খুঁজে পাওয়া যায়নি। পরে আজ বুধবার দুপুর ১২টার দিকে পাশের রুস্তম খানের সুপারি বাগানের একটি নালা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর সৎমাকে আটক করা হয়েছে। শিশুটিকে হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা