হোম > সারা দেশ > খুলনা

মোরেলগঞ্জে মধ্যরাতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, সৎমা আটক

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে সিফাত খান নামের আড়াই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পুটিখালী গ্রামের রুস্তম খানের সুপারি বাগানের নালা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার রাত ৪টার দিকে ওই শিশুকে খুঁজে পাচ্ছিল না তার পরিবারের লোকজন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর সৎমা সাজেদা বেগমকে আটক করেছে মোরেলগঞ্জ থানা-পুলিশ। শিশুটি পুটিখালী গ্রামের আসাদ খানের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে শিশু সিফাত খানের মা লাভলী বেগমকে নিয়ে পাশের বিলে মাছ ধরতে যান আসাদ খান। ভোর ৪টার দিকে বাড়ি ফিরে সিফাত ও সিফাতের সৎমাকে খুঁজে পাওয়া যায়নি। পরে আজ বুধবার দুপুর ১২টার দিকে পাশের রুস্তম খানের সুপারি বাগানের একটি নালা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর সৎমাকে আটক করা হয়েছে। শিশুটিকে হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা