হোম > সারা দেশ > সাতক্ষীরা

নিখোঁজের ২৪ ঘণ্টা পর জেলের মৃতদেহ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর কেরামত আলীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোর পাঁচটার দিকে মাদার নদীর চর থেকে স্থানীয়রা ভাসমান অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করেন।

গতকাল মঙ্গলবার সকালে মাছ শিকারের বড়শি নদীতে আটকে গেলে তা ছাড়াতে গিয়ে ডুব দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা সারা দিন মাদার নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করতে ব্যর্থ হন। 

জানা যায়, দুই পুত্রের জনক কেয়ামত আলী শ্যামনগর উপজেলার বৈশখালী গ্রামের মৃত মনসুর গাজীর ছেলে ছিলেন। 

কৈখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, সহায় সম্বলহীন দিনমজুর ওই ব্যক্তি পরিবার নিয়ে মাদার নদীর চরে বসবাস করতেন।

এ বিষয়ে রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস জানান, গতকাল মঙ্গলবার সকালে নিখোঁজ হওয়া ব্যক্তির মৃতদেহ আজ বুধবার ভোরে মাদার নদী থেকে উদ্ধার করা হয়। আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত কেরামত ডুব দিয়ে উঠতে না পারায় নদীতে ডুবে যায়। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে সকাল ৯টার দিকে তাঁর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য