হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে ট্রাকে সংঘর্ষ, চালকের সহকারী নিহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৪৫) নামের এক ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনাগামী বিছালীবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬৩৬৯০) ফায়ার সার্ভিসের সামনে শেখ ব্রাদার্সের স্কেলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সেই ট্রাক দুমড়ে মুচড়ে যায়। তাতে ট্রাকচালকের সহকারী আলমগীর হোসেন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি নওগাঁয়। ধারণা করা হচ্ছে, ঘুম চোখে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে খুলনাগামী একটি ট্রাক ধাক্কা দিলে চালকের সহকারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা