হোম > সারা দেশ > খুলনা

জশন-এ-খাজায় মাতল খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

খুবি প্রতিনিধি

জশন-এ-খাজায় মাতল খুবি ক্যাম্পাস। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলে দুই দিনব্যাপী ‘জশন-এ-খাজা’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার হলের ছাত্রদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হলসংলগ্ন কেন্দ্রীয় খেলার মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। আয়োজনের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার কাওয়ালি সন্ধ্যায় ছিল কাসিদা ব্যান্ডের পরিবেশনা।

আজ শুক্রবার সকালে রং উৎসব, দুপুরে প্রীতিভোজ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি একে একে জনপ্রিয় সব গান পরিবেশন করেন ‘বে অব বেঙ্গল’, ‘ইন্ডালো’ এবং ‘ওয়ারফেজ’ ব্যান্ডের শিল্পীরা।

রাত ৮টায় কেন্দ্রীয় খেলার মাঠে ‘জশন-এ-খাজা’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন সবকিছু নতুনভাবে হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হলভিত্তিক এসব আয়োজন অন্যান্য বিশ্ববিদ্যালয়েও প্রশংসিত হচ্ছে।’

জশন-এ-খাজায় মাতল খুবি ক্যাম্পাস। ছবি: আজকের পত্রিকা

উপাচার্য আরও বলেন, ‘অতীতে খুলনা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের অনুষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল। এ ধারা অব্যাহত রাখতে হবে। এ ধরনের অনুষ্ঠানের সুযোগ নিয়ে কেউ যাতে মাদকসহ অন্যান্য অপরাধে জড়িত হতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খানজাহান আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. খসরুল আলম ও ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। এ সময় হলের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ