হোম > সারা দেশ > বাগেরহাট

পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ জালসহ ১৮ জেলে গ্রেপ্তার

বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধি  

ফাইল ছবি

নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সময় পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া এলাকা থেকে ১৮ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন বনরক্ষীরা। পরে বন আইনে মামলা দিয়ে তাঁদের বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়।

জেলেরা হলেন জামাল হাওলাদার, নাসির হাওলাদার, আক্কাস, জাকির ব্যাপারী, আলম, আইয়ুব আলী, মতিউর রহমান, মিটু বাওয়ালী, জুয়েল বাওয়ালী, মিজানুর, খোকন হাওলাদার, বাবুল হাওলাদার, জুয়েল হাওলাদার, হক ইসলাম, শাকিব, শহীদুল ইসলাম, আজিজুল হাওলাদার ও কুদ্দুস হাওলাদার। এঁদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে গোপন সূত্রে খবর পেয়ে ভোরে বনের চরাপুটিয়া টহল ফাঁড়ির হলদির খালে অভিযান চালান।

এ সময় নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে মাছ ধরা অবস্থায় ১৮ জেলেকে আটক করেন তাঁরা। জব্দ করা হয় জেলেদের ব্যবহৃত আটটি নৌকা, একটি ট্রলার, বিপুল পরিমাণ বেহুন্দি জাল ও চিংড়ি মাছ।

এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, নিষিদ্ধ বেহুন্দি জালসহ আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বিকেলে তাঁদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার