হোম > সারা দেশ > সাতক্ষীরা

গরুর পেটে কাস্তে ঢোকানোর ঘটনা ১৮ হাজার টাকায় মীমাংসা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে চিংড়িঘেরের বেড়ি (আইল) ক্ষতিগ্রস্তের কারণে গরুর পেটে কাস্তে ঢুকিয়ে দেওয়ার ঘটনাটি ১৮ হাজার টাকায় মীমাংসা করা হয়েছে। গরুর মালিকের লিখিত অভিযোগের পর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।

এর আগে আহত গরু স্থানীয় জনপ্রতিনিধির তত্ত্বাবধানে জবাই করে মাংস গ্রামবাসীর মধ্যে বিক্রি করা হয়। গত ২৬ এপ্রিল উপজেলার বুড়িগোয়ালীনির বনবিবিতলা গ্রামে এ ঘটনা ঘটে। আজ সোমবার বিষয়টির সমাধান করা হয়।

সালিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর জোহরা বেগমের গরু ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের চিংড়িঘেরের বেড়িতে ওঠে। এতে বেড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় জাহাঙ্গীর হোসেনের ভাগনে মনিরুল গরুর পেটে কাস্তে ঢুকিয়ে দেয়। মনিরুল তাঁর মামার ঘেরটি দেখভাল করতেন। পরে দিনমজুর জোহরা বেগম ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করেন। আজ সালিশি বৈঠকে অভিযুক্তরা ১৮ হাজার টাকা জরিমানা দিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়।

বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ জানান, গ্রাম্য আদালত পরিচালনার আগে দুই পক্ষ ১৮ হাজার টাকা ক্ষতিপূরণে বিষয়টি মীমাংসা করে নেয়। এ ছাড়া জবাই করা গরুর মাংস বিক্রির টাকা জহুরা বেগমের হাতে তুলে দেওয়া হয় বলেও তিনি জানান।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা