হোম > সারা দেশ > খুলনা

কুয়েটে নিয়োগ-দুর্নীতি তদন্তে কমিটি, অর্থ ছাড়ে কর্মকর্তা নিয়োগ

খুলনা প্রতিনিধি

ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গত এক বছরে বিধিবহির্ভূত নিয়োগ ও দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির আর্থিক বিষয় দেখভালের জন্য ইউজিসির একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

উপাচার্য না থাকায় গত দুই মাস ধরে বেতন-ভাতা পাননি কুয়েটের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। গত ঈদুল আজহার বোনাসের অর্থও তাঁরা পাননি। এতে অনেকে আর্থিক সংকটে রয়েছেন। এ ছাড়া অর্থ ছাড় না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত চিঠিতে কুয়েটের আর্থিক বিষয় পরিচালনার জন্য কর্মকর্তা নিয়োগের কথা জানানো হয়।

এর আগে গতকাল সোমবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়।

এ এস এম কাসেম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানকে কুয়েটের ভাইস চ্যান্সেলর নিয়োগ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক বেতন-ভাতাদি প্রদানের নিমিত্ত সাময়িক সময়ের জন্য আর্থিক ক্ষমতা অর্পণ করা হলো।’

এর আগে গত ২২ মে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয়ের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্য সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে একদিকে গত ১৮ ফেব্রুয়ারি থেকে কুয়েটে যেমনি অচলাবস্থা চলছে, তেমনি ২২ মে থেকে উপাচার্য না থাকায় সংকট আরও প্রকট হতে থাকে। এর মধ্যে কুয়েটের ভিসি নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটিও বিজ্ঞপ্তি দিয়ে আবেদন নিচ্ছে। যেটি এখনো চূড়ান্ত না হওয়ায় আর্থিক ক্ষমতা দিয়ে আপাতত বেতন-ভাতার সমস্যা সমাধানের চেষ্টা করে শিক্ষা মন্ত্রণালয়।

অপরদিকে কুয়েটের বিগত এক বছরে বিধিবহির্ভূত নিয়োগ ও বিভিন্ন মাধ্যমে উত্থাপিত অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয় ইউজিসির প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং সদস্যসচিব করা হয় ইউজিসির প্রশাসন বিভাগের উপসচিব নুরনাহার বেগম শিউলীকে। এতে সদস্য হিসেবে রয়েছেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম।

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ