যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ওয়াশিফ হোসেন (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাউরিয়া রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াশিফ হোসেন কাউরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে উপজেলার বেজিয়াতলা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা মংলাপোর্ট কমিউটার ট্রেনে অসাবধানতাবশত ওয়াসিফ ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাউরিয়া গ্রামের বাসিন্দা শিক্ষানবিশ আইনজীবী আবিদুর রহমান বলেন, ওয়াসিফ ট্রেনের ধাক্কায় মারাত্মক আঘাত পেলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার তোড়জোড় চলছিল এ সময় তার মৃত্যু হয়।