হোম > সারা দেশ > ঝিনাইদহ

আন্দোলন প্রত্যাহারের পর স্বাভাবিক হলো যশোর-চুয়াডাঙ্গা বাস চলাচল

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

যশোর-চুয়াডাঙ্গা ভায়া কোটচাঁদপুর সড়কে চলছে বাস। ছবি: আজকের পত্রিকা

দুই দিনের অবরোধের পর স্বাভাবিক হয়েছে যশোর-চুয়াডাঙ্গা ভায়া কোটচাঁদপুর সড়কে সরাসরি বাস চলাচল। বৃহস্পতিবার রাতে বাস মালিক সমিতি ও প্রশাসনের সঙ্গে আলোচনা এবং জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করে নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার সকাল থেকে পুনরায় এই সড়কে বাস চলাচল শুরু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটচাঁদপুর শাখার আহ্বায়ক হৃদয় আহসান জানান, দীর্ঘদিন ধরেই যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এর কারণ, প্রায় এক যুগ আগে অভ্যন্তরীণ কোন্দলের জেরে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি যশোর-চুয়াডাঙ্গা সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয়। এর পর থেকে বাসগুলো যশোর-হাসাদহ ও চুয়াডাঙ্গা-হাসাদহ রুটে চলাচল শুরু করে। ফলে যাত্রীদের মাঝপথে নামতে বাধ্য হতে হয়।

২০২৪ সালের ৩০ নভেম্বর দুই মালিক সমিতির সঙ্গে আলোচনার মাধ্যমে কিছুদিনের জন্য আবারও সরাসরি বাস চলাচল শুরু হয়। কিন্তু তা বেশি দিন টেকেনি। পুনরায় বন্ধ হয়ে গেলে গত বুধবার কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডে বাস চলাচল বন্ধ করে দেন ছাত্র আন্দোলনের নেতারা। বৃহস্পতিবারও অবরোধ অব্যাহত থাকে।

পরিস্থিতি উত্তপ্ত হলে বৃহস্পতিবার রাত ১২টার দিকে কালীগঞ্জ বাস মালিক সমিতির কার্যালয়ে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বাস মালিক প্রতিনিধিরা এবং প্রশাসনের কর্মকর্তারা। বৈঠকে আলোচনা শেষে আন্দোলনকারীরা বাস চলাচলের প্রতিবন্ধকতা তুলে নেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, বাস মালিক সমিতি ও আন্দোলনকারীদের মধ্যে সমঝোতার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার হয়েছে। ফলে শুক্রবার সকাল থেকে স্বাভাবিকভাবে বাস চলাচল শুরু হয়েছে।

তবে এখনো চূড়ান্ত সমাধান হয়নি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। কোটচাঁদপুরের আহ্বায়ক হৃদয় আহসান বলেন, ‘জেলা প্রশাসক আমাদের সমস্যার বিষয়ে অবগত হয়েছেন। তিনি দ্রুত স্থায়ী সমাধানের জন্য বসবেন বলে আশ্বাস দিয়েছেন।’

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত