হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে শিশু হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ডাদেশ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শিশু হত্যা মামলায় আসাদুল ইসলাম (৩৮) নামের এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম উপজেলার কাপাশহাটিয়া গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। রাষ্ট্রপক্ষের এপিপি অজিত কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কাপাশপাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র আসাদ হোসেন ২০১৩ সালের জুলাই মাসের ১২ তারিখ বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করা অবস্থায় নিখোঁজ হয়। পরে ওই মাসেরই ১৮ তারিখ সকালে পার্শ্ববর্তী শিশেরদাড়ি মাঠের পাটখেত থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা আরজিনা খাতুন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হরিণাকুণ্ডু থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১৭ জানুয়ারি আসাদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আসাদুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

জানা গেছে, এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেছিল আসাদুল ইসলাম। সেই ঘটনায় গ্রাম্য সালিসে তাঁকে জরিমানা করা হয়। তখন শিশু আসাদের বাবা দুলাল হোসেন তাঁকে চড়থাপ্পড় মেরেছিলেন। সেই ক্ষোভে শিশু আসাদকে হত্যা করেন আসাদুল।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক