হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলা বন্দরে তেলবাহী জাহাজে আগুন, নাবিকের মৃত্যু

প্রতিনিধি

রামপাল (বাগেরহাট): মোংলা সমুদ্রবন্দরে ‘এমটি সি লিংক উৎসব’ নামের একটি তেলবাহী জাহাজে (ট্যাংকার) আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো. লাল মিয়া (৫২)। তিনি ওই জাহাজের স্টাফ ছিলেন। লাল মিয়া ঢাকার পোস্তগোলা ব্যাংক কলোনির বাসিন্দা মো. শরীফ হোসেনের ছেলে।

জানা গেছে, ইঞ্জিন রুমে থাকা মো. ইয়াছিন (৫০) নামে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ হাসপাতালের প্রধান চিকিৎসক কর্মকর্তা মো. আব্দুল হামিদ। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের তেলবাহী ওই জাহাজ চট্টগ্রাম থেকে এসেছিল। জাহাজটিতে ১৯ লাখ লিটার জ্বালানি তেল ছিল। খুলনার দৌলতপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মেঘনা ডিপোতে ওই তেল খালাসের কথা ছিল। মোংলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার শেখ ফখরউদ্দিন জানান, বন্দরের নিজস্ব সার্ভিস জেটিতে নোঙর করার মুহূর্তেই তেলের ট্যাংকারটিতে আগুন ধরে যায়। এ সময় ইঞ্জিন রুমে থাকা দুই নাবিক মো. ইয়াছিন (৫০) ও মো. লাল মিয়া (৫২) অগ্নিদগ্ধ হন। তাদের বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নেওয়ার সময় পথেই লাল মিয়ার মৃত্যু হয়। মো. ইয়াছিন বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক। তেলের ট্যাংকারটির মালিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলে জানা গেছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার