হোম > সারা দেশ > খুলনা

পদ্মায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বিপৎসীমার কাছাকাছি

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বেড়েই চলেছে। এরই মধ্যে পানি প্রবাহ বিপৎসীমার খুব কাছাকাছি চলে এসেছে। যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের।

এই পয়েন্টে পানির বিপদ সীমার লেবেল ১৪ দশমিক ২৫। আজ বৃহস্পতিবার ১৪ দশমিক ০৮ মিটার ওয়াটার লেবেলে পানি প্রবাহিত হচ্ছে। এই প্রবাহ পরিমাপে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের বিপদ সীমা থেকে মাত্র .১৭ মিটার দূরে রয়েছে। 

গত তিন দিনে এই পয়েন্টে পানি বেড়েছে ১ দশমিক ৭০ মিটার। এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা জেলা পানি উন্নয়ন বোর্ড ও উত্তরাঞ্চল পানি পরিমাপক বিভাগের উপসহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন। তিনি জানান, পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে গত মঙ্গলবার পানির পরিমাপ ছিল ১৩ দশমিক ৭৮, বুধবার ১৩ দশমিক ৯০, আজ বৃহস্পতিবার ১৪ দশমিক ০৮ মিটার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি পরিমাণের প্রবাহ রেকর্ড করা হয়েছে। 

এদিকে উপজেলার বাহাদুরপুর, মালিপাড়া, গোসাই পাড়া, রায়টা, বাশেরদিয়ার, মাধবপুর, কৈগাড়িপাড়া কাজীপুরসহ অনেক এলাকা পানিতে ডুবে গেছে। ফসলের জমি ও ফসল ডুবে যাওয়ায় চাষিরা ব্যাপক ক্ষতির মুখে রয়েছেন।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিকুর রহমান ছবি বলেন, গত তিন দিন এসব ফসলি এলাকায় পানি ঢুকছে। বেশির ভাগ পানের বরজ ও কলা বাগান ডুবে বেশি ক্ষতি হয়েছে। বিশেষ করে পান চাষিদের ক্ষতি অপূরণীয়।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার