হোম > সারা দেশ > খুলনা

জীবননগরে আন্দোলনকারীদের অবস্থান, মাঠে নেই সরকারদলীয় নেতা-কর্মী 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচি সফল করতে চুয়াডাঙ্গার জীবননগর হাসপাতালের ফটকে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। আজ রোববার সকাল থেকে হাসপাতালের ফটকে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে, সরকারদলীয় নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। 

আজ বেলা সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে জীবননগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। প্রায় এক ঘণ্টা মিছিল করে পুনরায় হাসপাতালে ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা। 

এ সময় সমাবেশে বক্তব্য দেন মেডিকেল শিক্ষার্থী আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসানুজ্জামান, শিক্ষার্থী মোকলেছুর রহমান রিমন প্রমুখ। 

শিক্ষার্থীরা মিছিল নিয়ে জীবননগর বাসস্ট্যান্ডে কিছুক্ষণ অবস্থান নিলে সরে যায় পুলিশ। এ সময় তাঁরা স্লোগান দেন ‘আমি কে, তুমি কে রাজাকার রাজাকার’, ‘কে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার,’ ‘বাংলাদেশের জনগণ, নেমে আসুন নেমে পড়ুন’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ ইত্যাদি। 

জীবননগরে আন্দোলনকারীরা বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবস্থা নিয়ে থাকলেও সরকারদলীয় কোনো নেতা-কর্মীর অবস্থান দেখা যায়নি। যদিও তাঁরা গতকাল শনিবার রাতে মাঠে নামবে বলে ঘোষণা দেন।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে